Bahumatrik :: বহুমাত্রিক
 
১ আশ্বিন ১৪২৬, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদৎ বার্ষিকী পালিত


০৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার, ১২:৪৫  এএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদৎ বার্ষিকী পালিত

যশোর : নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলার শার্শা উপজেলার কাশীপুরে শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সরকারি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাদ্রাসা ও পরিবারে পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।