Bahumatrik :: বহুমাত্রিক
 
১৭ জ্যৈষ্ঠ ১৪২৭, রবিবার ৩১ মে ২০২০, ১:২৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মানববন্ধন


২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার, ০১:১৩  এএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের মানববন্ধন

যশোর : পোল্ট্রি ফিডের দাম কমানোসহ তিনদফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও প্রান্তিক খামারি গোষ্ঠী পরিষদ। প্রেস ক্লাব যশোরের সামনে বুধবার বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিষদের সভাপতি অনুপ কুমার পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, খামারি  মোশারফ হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, পোল্ট্রি ও মৎস্য খামারিরা আজ অসহায় হয়ে পড়েছে। বিগত কয়েক বছর যাবৎ পোল্ট্রি ফিডের দাম কমানো, বছর জুড়ে একদিন-বয়সী-বাচ্চার দাম স্থিতিশীল রাখা এবং ডিম ও মুরগির ন্যায্য দাম প্রাপ্তির দাবিতে দাবি জানিয়ে আসলেও সরকার সেদিকে কোন দৃষ্টি দিচ্ছে না।

ঘোষিত বাজেটেও হতাশ করেছে প্রান্তিক খামারিদের। নতুন কোন সুযোগ সুবিধা তো আসেনি বরং নতুন কিছু সিদ্ধান্ত আরোপ করা হয়েছে যা পোল্ট্রি ফিড, ডিম ও মুরগির মাংসের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে বিপদে পড়বে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা।  মানববন্ধন থেকে বক্তারা ক্ষুদ্র খামারিদের রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

কৃষি -এর সর্বশেষ