Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

যশোরে কবি ও সাহিত্যিকের বাড়িতে বিএসপির ঈদ উপহার

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২২:০৩, ১৮ মে ২০২০

প্রিন্ট:

যশোরে কবি ও সাহিত্যিকের বাড়িতে বিএসপির ঈদ উপহার

ছবি- বহুমাত্রিক.কম

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সদস্যদের ( কবি ও সাহিত্যিক) মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে। সোমবার ২৯ সদস্যের বাড়িতে বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।

সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান, সহ সভাপতি কাজী রকিবুল ইসলাম, আমির হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী এসব উপহার সামগ্রী সদস্যদের বাড়িতে বাড়িতে পৌছে দেন। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না জানান, ঈদ পর্যন্ত সদস্যের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

বহুমাত্রিক.কম