Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

ময়মনসিংহ ট্যাক্স বারের সভাপতি সাদিক ও সম্পাদক সজল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:৪০, ১৫ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

ময়মনসিংহ ট্যাক্স বারের সভাপতি সাদিক  ও সম্পাদক সজল

ঐতিহ্যবাহী দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এক বছর মেয়াদি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট সাদিক হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট মোঃ সজল ইসলাম রতনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষনা করেছেন নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ রাশিদুল হক।

এ সময় কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার সুকুমার সেন গুপ্ত, অতিরিক্ত কর কমিশনার মোঃ শামিমুর রহমান, বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদসহ বারের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন, সহ-সভাপতি মোঃ হাসান আলী খান, সাধারণ সম্পাদক মোঃ সজল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, অডিটর মোঃ সাজ্জাদুর রহমান আকন্দ, সদস্যরা হলেন, মোঃ হারুন আল রশিদ, নজরুল ইসলাম , সৈয়দ ফেরদৌছুর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান, এস এ এম আজিজুল হাই, মোঃ মনোয়ার হোসেন খান, অমিত চৌধুরী, মোঃ তৌকির আহাম্মেদ ভূইয়া ও সৈয়দা মাসয়ুদা আক্তার। নির্বাচন শেষে নবাগত কমিটির পরিচয় পর্বের পর এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।