Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আশ্বিন ১৪২৭, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০, ৬:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মেহেরপুরে বোমার মতো বস্তুটি এখনও ঘিরে রেখেছে পুলিশ


০৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার, ১২:৩৭  পিএম

মেহেরপুর সংবাদদাতা

বহুমাত্রিক.কম


মেহেরপুরে বোমার মতো বস্তুটি এখনও ঘিরে রেখেছে পুলিশ

মেহেরপুর :মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে পড়ে থাকা সার্কিটযুক্ত বোমা সদৃশ্য বস্তুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।বোমা বিশেষজ্ঞ দলের সদস্যদের অপেক্ষায় বৃহস্পতিবার দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে আনছারুল ইসলাস (আলকায়দা) নামের একটি সংগঠনের হাতেলেখা চিরকুট উদ্ধারও হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাগে লাল স্কচ টেপ দিয়ে জড়ানো একটি সার্কিটযুক্ত বস্তু পড়ে থাকতে থেকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে যায় পুলিশের একাধিক দল। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল।

মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলী আরটিভি অনলাইনকে জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কেউ ব্যাগটি রাখতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বড় ধরনের কিছু নয়।

চিরকুটের বিষয়ে তিনি বলেন, এটি হাতে লেখা একটি চিঠি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধারের জন্য সেনাবাহিনীর পরামর্শ নেওয়া হচ্ছে। যশোর থেকে সেনাবাহিনীর একটি দল দুপুরের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। তারা উদ্ধার করার পর বিষয়টির তদন্তের অগ্রগতি হবে।
জেবি

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

জাতীয় -এর সর্বশেষ