যশোর : দশ বছরের এক শিশুকে মার্বেল কিনে দেয়ার কথা বলে বলাৎকারের অভিযোগে হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হাসান যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকার শফিয়ারের বাড়ির ভাড়াটিয়া নুরুন্নবীর ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সি জানিয়েছেন, হাসান বারান্দীপাড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে কাজ করে। গত শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সে মার্বেল কিনে দেয়ার নাম করে যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের পেছনের একটি বাগানের মধ্যে ওই শিশুকে ডেকে নিয়ে যায় এবং তাকে বলাৎকার করে।
ওই সময় ওই শিশুর খোঁজ করছিল আরো দুই শিশু। তারা ঘটনাটি দেখে এবং শিশুটির মাকে জানায়। পরে তার মা শুক্রবার রাতে কোতয়ালি থানায় অভিযোগ দেয়। শনিবার (৮ আগস্ট) পুলিশ হাসানকে আটক করে।
বহুমাত্রিক.কম




