Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০, ১৩ জুন ২০১৬

আপডেট: ১৯:২৮, ১৩ জুন ২০১৬

প্রিন্ট:

মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে ঢাবিতে একদিনের ছুটি

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

এছাড়া গভীর শোক জানিয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।