Bahumatrik :: বহুমাত্রিক
 
১ কার্তিক ১৪২৮, রবিবার ১৭ অক্টোবর ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মতিঝিলে এনসিটিবি ভবনে আগুন


১৩ অক্টোবর ২০২১ বুধবার, ০৩:১৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মতিঝিলে এনসিটিবি ভবনে আগুন

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ১২ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

বুধবার  দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

খালেদা ইয়াসমিন বলেন, এনসিটিবি ভবনের ১২ তলার ছয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এসি বিস্ফোরণ হয়ে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিভাবে জানা যায়নি।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।