Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভারতে রুশ ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২৪ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ভারতে রুশ ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি

রাশিয়ার উদ্ভাবিত করোনার প্রতিষেধক স্পুটনিক ফাইভের ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে ভারত। দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ১০০ স্বেচ্ছাসেবী অংশ নেবেন। তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৪শ’ জন।

তবে একটি কার্যকর ভ্যাকসিন অনুমোদনের পরপরই সামনের সারির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য তা নিশ্চিতের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত সরকার। সরকারিভাবে বিনামূল্যে প্রতিটি রাজ্যে তা সরবরাহ করা হবে বলেও জানানো হয়।

বিশ্বের প্রথম অনুমোদিত ভ্যাকসিন রাশিয়ার স্পুটনিক ফাইভ নিয়ে আগ্রহ দেখিয়েছে অস্ট্রিয়াও। শিগগিরই দেশটিতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রিয়ান রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি ও.আর.এফ.জি।

ব্রিটিনের অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন শক্তিশালী রোগ প্রতিরোধ সৃষ্টিতে বেশ সাড়া দিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অ্যাস্ট্রাজেনেকার চালানো ক্লিনিক্যাল ট্রায়ালে আশানুরূপ ফলাফল পাওয়া গেছে বলেও দাবি করা হয়।

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন এন্ড জনসনের চূড়ান্ত ধাপের পরীক্ষা আবারো শুরু হতে যাচ্ছে। ভ্যাকসিন গ্রহণকারী এক স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ার পর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সেপ্টেম্বরে বন্ধ হয়ে যায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটির ক্লিনিকাল ট্রায়াল।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables