Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

ভারতে পবিত্র কোরাআনের আয়াত অপসারণের রিট বাতিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

ভারতে পবিত্র কোরাআনের আয়াত অপসারণের রিট বাতিল

পবিত্র কোরআন শরিফের ২৬ আয়াত বাতিল চেয়ে করা আবেদন বাতিল করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আবেদনকারীর বিরুদ্ধে ৫০ হাজার রুপি জরিমানার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার বিচারক রোহিনটন ফালি নারিমন বেঞ্চ থেকে এ রায় দেয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রায়ে বলা হয়েছে আবেদনের মধ্য দিয়ে বাদী একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানার মতো কাজ করেছেন। তাই এই আবেদন বাতিল করা হলো এবং ধর্মীয় উস্কানিমূলক কাজ করার অপরাধে বাদীকে ৫০ হাজার রুপি জরিমানা করা হলো। রায়ে এই আবেদনকে ‘বাজে’ বলেও উল্লেখ করা হয়।

পবিত্র কোরআন শরিফ থেকে ২৬টি আয়াতের অপসারণ চেয়ে সম্প্রতি আদালতে এ রিট দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। ১১ মার্চ সৈয়দ ওয়াসিম রিজভী রিটটি করেন।