Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩২, মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫

ভলিবলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ভলিবলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর : ঢাকা রেঞ্জ ভলিবল টুর্ণামেন্ট-২০১৯ এ ফাইনাল খেলায় গাজীপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান। এ ছাড়া নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো: হারুন অর রশীদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জীব কুমার রায়, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ডিসি কেএম শরিফুল হক, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, আমিনুল ইসলামসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বহুমাত্রিক.কম

Walton
Walton