Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বুরকিনা ফাসোয় ৬ পুলিশ সদস্য নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বুরকিনা ফাসোয় ৬ পুলিশ সদস্য নিহত

ঢাকা: বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদী সহিংসতা প্রবণ এলাকায় এক হামলায় ৬ পুলিশ নিহত হয়েছে।

নিরাপত্তা সুত্র জানায়, সুম প্রদেশে বন্দুকধারীরা সোমবার পুলিশের ওপর এই হামলা চালায়।
অপর একটি গ্রুপ জানায়, এই অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালায়।

উত্তরাঞ্চলীয় প্রদেশ সানমাতেনগা প্রদেশে রোববার দুইটি হামলায় ২৯ জন বেসামরিক লোক নিহত ও ৬ জন আহত হওয়ার পর এই ঘটনা ঘটলো।
একই দিনে উত্তরাঞ্চলীয় ইয়াতেনগা প্রদেশে ৪ সৈন্য আহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রচ

মার্ক ক্রিস্টিয়ান কাবোরি এক টুইটে হামলাকারীদের নিন্দা জানিয়ে বলেন, এই ঘৃণ্য হামলায় জড়িতদের অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে।