
ফাইল ছবি
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় এই রায় দেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চারজন এ দণ্ড দেন।বিবিসি জানায়, ২০২২ সালের নির্বাচনে বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে তার পরাজয় ঠেকাতে একটি ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন বলসোনারো।
সাবেক প্রেসিডেন্টের বিচারের জন্য নিযুক্ত পাঁচজন সুপ্রিম কোর্টের বিচারপতির মধ্যে চারজনই এই সিদ্ধান্তে পৌঁছান। একজন বিচারপতি খালাস দেন ৭০ বছর বয়সী বলসোনারোকে।২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগের সবক’টিতে বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন চার বিচারপতি।
অভিযোগগুলো হলো; সশস্ত্র অপরাধমূলক ষড়যন্ত্র, গণতান্ত্রিক আইনের শাসন বিলুপ্তির চেষ্টা, অভ্যুত্থানের চেষ্টা, সরকারি সম্পত্তির সহিংস ধ্বংস, সংরক্ষিত জাতীয় ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি।সেনাবাহিনী ও বিমান বাহিনীর কমান্ডারদের সমর্থন না পাওয়ায় ষড়যন্ত্রটি ব্যর্থ হয়। ২০২৩ সালের ১ জানুয়ারী কোনো ঘটনা ছাড়াই লুলা শপথ গ্রহণ করেন।
কিন্তু এক সপ্তাহ পরে, ৮ জানুয়ারী, হাজার হাজার বলসোনারো সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনগুলোতে হামলা এবং ভাঙচুর চালায়।নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং প্রায় ১,৫০০ জনকে গ্রেফতার করা হয়।এদিকে, বলসোনারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।
সেনবাহিনীর সাবেক এই ক্যাপ্টেন দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমনপীড়নের শিকার। বলসোনারো বর্তমানে গৃহবন্দী আছেন।