Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

বিজিএমইএ সভাপতি হিসেবে রুবানা হকের দায়িত্ব গ্রহণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩২, ২০ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বিজিএমইএ সভাপতি হিসেবে রুবানা হকের দায়িত্ব গ্রহণ

ছবি: মাসুম বিল্লাহ মাজেদ

বিজিএমইএ’র প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। শনিবার বিজিএমইএ’র নতুন ভবনে সংগঠনটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় তিনিসহ নবনির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।

বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তারা। আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবে এই কমিটি। এর আগে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল। এই প্যানেলের ২৬ প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন।