Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বাহাউদ্দিন নাছিম করোনা আক্রান্ত : হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

বাহাউদ্দিন নাছিম করোনা আক্রান্ত : হাসপাতালে ভর্তি

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার তিনি নিজেই গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। বুধবার সকালে হাসপাতালে আরো কিছু টেস্ট করাতে আসলে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়েছি। তবে এখনও তেমন বড় কোনো সমস্যা হচ্ছে না। হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা নিচ্ছি বলে তিনি জানান।