Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩২, শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন রোববার

আতিকুর রহমান, বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন রোববার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মো. আজহারুল ইসলাম ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান এবং রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়।

পরদিন ২০ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ৩০ নভেম্বর বাকৃবিসহ ৭টি কৃষি বিশ^বিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৪৬৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বছর বাকৃবিতে ৬টি অনুষদের মোট ১১০৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables