Bahumatrik :: বহুমাত্রিক
 
৩ শ্রাবণ ১৪২৬, বৃহস্পতিবার ১৮ জুলাই ২০১৯, ৯:০৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ‘সম্প্রীতি-৮’ শুরু শনিবার


২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার, ১১:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া ‘সম্প্রীতি-৮’ শুরু শনিবার

ঢাকা: বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। মহড়ায় সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন অভিযানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় প্রাধান্য পাবে। 

বৃহস্থপতিবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আগামী শনিবার (২ মার্চ) থেকে এক যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও ভারত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুইদেশের সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধি এই মহড়ার উদ্দেশ্য। সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন অভিযানে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ও এতে প্রাধান্য পাবে।”

চুক্তি অনুযায়ী, ‘সম্প্রীতি-৮’ নামে মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অংশ নিচ্ছেন ১৭০ জন। শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের। মহড়া শেষে আগামী ১৬ মার্চ দেশে ফিরে যাবে ভারতীয় সেনাবাহিনীর অংশগ্রহণকারী দলটি।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ