Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বাংলাক্রাফ্ট এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ৫ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বাংলাক্রাফ্ট এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার উইমেনস্ ভলান্ট্যারি এসোসিয়েশন (ডব্লিউভিএ) ঢাকা, বাংলাদেশ হস্তশিল্প প্রত্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফ্ট) এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত বছরের কর্মকান্ড সদস্যগনের সামনে উপস্থাপন করা হয় ও বাংলাক্রাফ্ট এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯-২০২১ এর নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার তুলে দেয়া হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, গোলাম আহসান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, শাহিদ হোসেন শামীম ও রাজিয়া সুলতানা, কোষাধ্যক্ষ এ,বি,এম, হেলাল, তাদের নেতৃত্বে ২০১৯ - ২০২১ সালের জন্য সমিতির ১৮ সদস্য বিশিষ্ট নুতন কমিটির নির্বাহী সদস্যরা হলেন, সানাউল হক বাবুল, মিঞা ফয়সাল হাসান, সোহেলী নাজনীন রুবা, মোহাম্মদ আবু কাওছার, দোলন চন্দ্র দাস, মিসেস্ ফওজিয়া আমিন নীনা, নাসিমা আকতার নীলা, পিযুস ভদ্র, মোঃ খায়রুল আলম, মাঈন উদ্দিন, তাফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম সেলিম, সানোয়ারা খাতুন এবং এস,ইউ, হায়দার।