Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

বরগুনার রিফাত হত্যা : ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ৫ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বরগুনার রিফাত হত্যা : ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট

ঢাকা : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই আসামিকে আজ জামিন দেননি হাইকোর্ট।

এই দুই আসামি হলেন-নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বি। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন এডভোকেট জাহাঙ্গীর কবির ও এডভোকেট মো. সগীর হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি ড. মো. বশির উল্লাহ। তিনি আদালতের আদেশের বিষয়টি জানান।

এর আগে গত ৩০ অক্টোবর তারা হাইকোর্টে জামিন আবেদন করেন। বরগুনার আদালতে জামিন আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামী নাজমুল ও রাফিউল।

২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer