Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ :শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ২২ নভেম্বর ২০২০

প্রিন্ট:

বঙ্গোপসাগরে লঘুচাপ :শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আজকের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। দ্রুত শক্তি অর্জন করলে নিম্নচাপটি রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়েও।রোববার ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই তথ্য।

লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন, বাংলাদেশের খুব বেশি ভয়ের আশঙ্কা নেই। কারণ এটি বাংলাদেশ উপকূল থেকে বেশ দূরে রয়েছে। এর গতিমুখ ভারতের অন্ধ্র উপকূলের দিকে। এর প্রভাবে ভারতের দক্ষিণের এলাকাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে।

তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ওই লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে গত দুই দিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পর প্রকৃতি ধীরে ধীরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে শীতের চাদরে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables