Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় সাবেক এমপির মৃত্যুর পর পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২৩ মে ২০২০

প্রিন্ট:

বগুড়ায় সাবেক এমপির মৃত্যুর পর পরিবারের ৪ সদস্য করোনা আক্রান্ত

করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বগুড়ার সাবেক সংসদ সদস্য বেগম কামরুন্নাহার পুতুলের পরিবারের চার সদস্যের কোভিড-১৯ ধরা পড়েছে।

শনিবার সহকারী সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে এমপি পুতুলের পরিবারের চারজন সদস্য রয়েছে।

নতুন আক্রান্তের মধ্য দিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে।

প্রায় ৬৫ বছর বয়সী বেগম কামরুন্নাহার পুতুল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মঙ্গলবার পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং তার মৃত্যুর পর প্রাপ্ত রিপোর্ট নিশ্চিত করে যে তিনি করোনা পজেটিভ ছিলেন।

সহকারী সিভিল সার্জন জানান, এমপি পুতুল বগুড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রথম রোগী।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables