Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, শনিবার ০৫ জুলাই ২০২৫

ফিরে গেলেন মালয়েশিয়া ও ভুটানের ৩৬৪ নাগরিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ২৬ মার্চ ২০২০

প্রিন্ট:

ফিরে গেলেন মালয়েশিয়া ও ভুটানের ৩৬৪ নাগরিক

মালয়েশিয়া ও ভুটানের বিশেষ ফ্লাইটে ফিরে গেছেন এই দুই দেশের ৩৬৪ জন নাগরিক। এদের মধ্যে ২২৫ জন মালয়েশিয়ায় ও ১৩৯ ভুটানের নাগরিক।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে। বেবিচক’র এক কর্মকর্তা জানান, মালয়েশিয়ার বিশেষ ফ্লাইটে বুধবার রাত ১২টায় দেশটির ২২৫ জন নাগরিক মালয়েশিয়ায় ফিরে গেছেন।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভুটানের বিশেষ ফ্লাইটে ফিরে গেছেন দেশটির ১৩৯ জন নাগরিক। এদিকে মেডিকেল সরঞ্জাম নিয়ে একটি কার্গো ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসবে বলেও জানিয়েছেন বেবিচক মুখপাত্র।