Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

প্রেসক্লাব-ডিইউজে সদস্যদের করোনা পরীক্ষা মঙ্গলবার থেকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ১৯ মে ২০২০

প্রিন্ট:

প্রেসক্লাব-ডিইউজে সদস্যদের করোনা পরীক্ষা মঙ্গলবার থেকে

জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও প্রেসক্লাবের যৌথ আয়োজনে ব্রাকের সহায়তায় গত রোববার বসানো হয়েছে করোনাভাইরাসের (কোভিড-১৯) স্যাম্পল কালেকশান সেন্টার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এর কার্যক্রম।

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত (আগে থেকে নিবন্ধিত সদস্যদের) স্যাম্পল/নমুনা সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।

ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং তাদের স্ত্রী/স্বামী ও সন্তানরা এই সেবা গ্রহণ করতে পারবেন। আগ্রহীদের আগেই নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্যে নিম্নোক্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ-
মাঈনুল আলম, যুগ্ম সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ০১৭১৩০৬৬১৬৬
এ জিহাদুর রহমান জিহাদ, সাংগঠনিক সম্পাদক, ডিইউজে ০১৭১৩০৬৬৫৮৮
আছাদুজ্জামান, প্রচার সম্পাদক, ডিইউজে ০১৭১৬১৮০৮৮২
সোহেলী চৌধুরী, জনকল্যাণ সম্পাদক, ডিইউজে ০১৭২৬৭৪৭৮৭০
জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দপ্তর সম্পাদক, ডিইউজে ০১৭১৬৪৮৩৩৯৯
রাজু হামিদ, নির্বাহী সদস্য, ডিইউজে ০১৭১৬০০৯৯৬৫