Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৮ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনার কুশল বিনিময়

ঢাকা : বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে অংশ নিতে এসে ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দশ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে রাখতে ভুল করেননি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে।

কালো ড্রেসে জমকালো এ অনুষ্ঠানে আসেন সালমান-ক্যাট। গানের পরে বিপিএল মঞ্চে তাদের পারফর্ম করার কথা রয়েছে।রাত সাড়ে নয়টার পর ক্যাটরিনা স্টেজে উঠবেন। ৩০ মিনিট পারফর্ম করার কথা রয়েছে তার। ১০টায় মঞ্চে উঠবেন সালমান খান। সালমান খান ২০ মিনিট পারফর্ম করবেন। এরপর হবে সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables