Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৪ ১৪৩২, শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬

পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ৭ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে শনিবার সকাল ১০টা ১০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল ৯টা ২৬ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ভবনটির ১৪ ও ১৫ নম্বর ফ্লোরে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

Walton
Walton