
পাকিস্তানের বেলুচিস্তানে একটি পাঁচ তারকা হোটেলে তিনজন বন্দুকধারীর হামলায় অন্তত একজন মারা গেছেন। তিনি হোটেলটির নিরাপত্তা রক্ষী বলে জানা গেছে। শনিবার স্থানীয় বিকেল পাঁচটার দিকে হোটেলটিতে হামলা চালায় বন্দুকধারীরা।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, হোটেলে কোনো বিদেশি অতিথি নেই। হোটেল স্টাফরা ভেতরে ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।