Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৯, সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ১:১১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি : ফখরুল


২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার, ১১:২১  এএম

বহুমাত্রিক ডেস্ক


নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি : ফখরুল

বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার নতুন নতুন নাটক তৈরি করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাস, জঙ্গি ও নতুন মামলা, এসব হচ্ছে নতুন নাটক। চলমান আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ফেরাতে এসব করা হচ্ছে। ’

ফখরুল বলেন, ‘আন্দোলনকে বাধা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে।

ঢাকার সমাবেশের স্থান এখনো আমাদের দেওয়া হয়নি। নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করবে। ’

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক বিরোধী দলগুলোর সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা হচ্ছে। সবাই যুগপৎ আন্দোলন করতে সম্মত হয়েছে। খুব শিগগিরই এসব বিষয় সামনে আসবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।