Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

নতুন প্রধানমন্ত্রী নিয়োগে একমত লেবাননের রাজনৈতিক দলগুলো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ১৫ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

নতুন প্রধানমন্ত্রী নিয়োগে একমত লেবাননের রাজনৈতিক দলগুলো

ঢাকা : লেবাননের রাজনৈতিক দলগুলো সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাফাদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগে বৃহস্পতিবার একমত হয়েছে বলে স্থানীয় টিভি চ্যানেল এলবিসিআই জানিয়েছে।এলবিসিআই জানায়, হেজবুল্লাহ, ফিউচার মুভমেন্ট, ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট ও আমাল মুভমেন্ট মোহাম্মদ সাফাদিকে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগে রাজি হয়েছে।

লেবাননের রুগ্ন অর্থনীতিকে রক্ষায় কাঠামোগত সংস্কার বাস্তবায়নে মন্ত্রিসভার অক্ষমতার কারণে ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন।

লেবাননের বিক্ষোভকারীরা নতুন সরকার গঠনের অপেক্ষা করছেন, যে সরকার তাদের দাবি পূরণ করতে পারবে। দাবির মধ্যে রয়েছে বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকারের ব্যবস্থা এবং তছনছ হয়ে যাওয়া সরকারি তহবিল পুনরুদ্ধার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables