Bahumatrik :: বহুমাত্রিক
 
৪ আশ্বিন ১৪২৭, শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নতুনের পদধ্বনি


০৯ মে ২০২০ শনিবার, ০৪:২৭  পিএম

কাজী রকিবুল ইসলাম

বহুমাত্রিক.কম


নতুনের পদধ্বনি

স্বপ্নে পিতার সাথে কথা
: কেমন আছো?
: ঝুলে আছি,
: মানে কি ?
: বাস ট্রেন এর দরজায় হাতল ধরে মানুষ যেমন ঝুলে 
-ওই রকম জীবন-মরণ আতঙ্কে! আছি করোনার ধারের কাছে
স্বপ্নের ঘোর কাটিয়ে জীবনের বাস্তবে, রূঢ় বাস্তবের
মুখোমুখি দাঁড়িয়ে; হৃদয়ের গভীর থেকে প্রতিধ্বনিত হতে থাকে শব্দরা..
হে রাজাধিরাজ! তুমি কি জানো না, ব্যবস্থার ভয় দেখিয়ে
বদলায়নি কিছু কোন কালে
ঘোলা পানিতে শিকারের হীন চেষ্টায় কত
বীরের সমাধি ঘটেছে ইতিহাসের পাথরের নীচে
ব্যবস্থার ভয়ে বাঙালি পরোয়া করেছে কি কোন কালে?
বায়ান্ন, ঊনসত্তর আর একাত্তর কিংবা নব্বই! সবই কি বিস্মৃতির গহ্বরে?
গণতন্ত্রের লড়াইয়ে জন্ম বলে গর্বে স্ফিত হওয়া সেই তোমরাই কি?...
ব্যবস্থার মন্ত্র যে বড্ড বেমানান তোমাদের মুখে!
তোমরা কি ভুলে গেছো সেই গৌরব? সেই অভ্যুদয়ের ইতিহাস
তবে কি ভুলেই গেছো; আইয়ুব-ইয়াহিয়াদের হটানোর দিনগুলি?
মুজিবের দেশ বলে বিশ্বের প্রান্তে
জাতপরিচয়হীন হয়েও মাথা তুলে দাঁড়াবার সেই গল্প
তবে কি আবার নতুন ইতিহাসের বর্ণমালা গাঁথবে বাঙালি 
গাঁথবে অভ্যুদয়ের কোন নতুন আখ্যান..

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।