Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ চৈত্র ১৪২৬, মঙ্গলবার ৩১ মার্চ ২০২০, ১:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ধূলিঝড়ের কবলে পড়ে সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশির


২২ মার্চ ২০২০ রবিবার, ০৯:৪০  এএম

বহুমাত্রিক ডেস্ক


ধূলিঝড়ের কবলে পড়ে সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশির

ঢাকা : সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে দুই লরির ধাক্কায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে সৌদি আরবের হাইল- তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভী ইউনুস সাহেববাড়ির শেখ ফরিদের ছেলে।

তিনি দীর্ঘদিন বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে সৌদিতে কর্মরত ছিলেন। আহত নুর নবীর বাড়ি একই এলাকায়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।