Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

ধর্ষণের প্রতিবাদে আজও ঠাকুরগাঁওয়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ১০ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ধর্ষণের প্রতিবাদে আজও ঠাকুরগাঁওয়ে রাজপথে শিক্ষার্থীরা

ছবি- বহুমাত্রিক.কম

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতবাদে আজও উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও শহর। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এই দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এক মশাল মিছিলে এমনি দাবি করেন সাধারণ শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৭টায় শহরের জেলা স্কুল বড় মাঠ প্রাঙ্গন থেকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলটিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অংশগ্রহণ করেন। মিছিলে ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

পরে জেলাস্কুল মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভায় বক্তরা দাবি করে বলেন,শুধু নোয়াখালীর বেগমগঞ্জ নয় সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা চাই এই ধর্ষকদের আটক করে তাদের শাস্তি মৃত্যুদন্ড করা হোক।

বহুমাত্রিক.কম