Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

দেশে ফিরতে পারবেন সৌদিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ৬ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

দেশে ফিরতে পারবেন সৌদিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা দেশে ফিরে আসার সুযোগ পাবেন। দেশে ফিরতে তাদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা ইতোমধ্যে অবৈধ হয়ে গেছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে। সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সৌদি কর্তৃপক্ষ যে কোন সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer