Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

তোফায়েল আহমেদ হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ৪ মে ২০১৯

প্রিন্ট:

তোফায়েল আহমেদ হাসপাতালে ভর্তি

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন, বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেয়া হয়।

শনিবার প্রবীণ এই আওয়ামীলীগ নেতার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তিনি জানান, পরীক্ষায় তোফায়েল আহমেদের রক্তে সংক্রমণ ধরা পড়েছে। তার অবস্থা উন্নতির দিকে। রক্তচাপ ও পালসও ঠিক আছে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন।