Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩২, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

‘তেরে নাম টু’ আসছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

‘তেরে নাম টু’ আসছে

ঢাকা : ২০০৩ সালে ‘তেরে নাম’ সিনেমা মুক্তির পর তুমুল ঝড় তুলেছিল বক্স অফিসে। ১৬ বছর পর সেই ছবির সিক্যুয়েল নির্মাণ করার কথা ভাবছেন পরিচালক সতীশ কৌশিক। ২০১৯ সালের শেষের দিকেই শুরু হচ্ছে এ ছবির শুটিং।

এ ব্যাপারে সতীশ কৌশিক বলেন, হ্যাঁ, এটা সত্যি। আমি ‘তেরে নাম টু’ নির্মাণ করতে যাচ্ছি। এখন শুধু এটাই বলতে পারি, প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিতেও ছবির প্রেক্ষাপট হবে প্রেম কাহিনি।

পরিচালক আরও জানান, ‘তেরে নাম টু’-তেও প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান খান। তবে তার বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন তা এখনও ঠিক হয়নি।