Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

তুমি হও

মো: খায়রুল হাসান

প্রকাশিত: ০১:০৭, ৩ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

তুমি হও

তুমি আবিরা হও
আমি প্রেমে পড়বো
তুমি হাত বাড়াও
আমি ছুয়ে দিব।

অনন্ত প্রেমি হও
জীবন্ত সাক্ষী হব।
প্রেমের অনলে জ্বালাও
পুড়ে কয়লা হবো।

তুমি দ্বীপ জ্বালাও
আমি শিখা হবো।
তুমি মোনালিসা হও
আমি হাসি জোগাবে।

তুমি রাজলক্ষী হও
আমি শ্রীকান্ত হবো।
তুমি পার্বতী হও
আমি দেবদাস হবো।

তুমি আচল উড়াও
দক্ষিনা বাতাস দিবো।
তুমি ঘুমিয়ে যাও
স্বপ্নে দেখা দিবো।

তুমি চিরন্তন হও
আমি অনন্ত হবো।
তুমি ভালবাসা দাও
আমি বাঁচিয়ে রাখবো।

বহুমাত্রিক.কম