Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৩, ২৯ এপ্রিল ২০২১

প্রিন্ট:

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

ক’দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বুধবার রাত সাড়ে ১১টার পর মুষধলধারে বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তর আজ বৃষ্টির আভাস দিলেও সকাল থেকে তীব্র রোদ ছিল রাজধানীর আকাশে। দুপুর গড়িয়ে বিকাল হলেও বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি নামল রাতে। এ রিপোর্ট লেখার সময় রাত ১২টার পর ও মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

টানা কয়েক দিন গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে গতকাল সারা দেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। গতকাল খুলনার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৩৮ ডিগ্রি ও রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।