Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১২ ১৪৩২, মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫

তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ১৭ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

তাপমাত্রা সামান্য বাড়তে পারে

ঢাকা : তীব্র শীতের পর এখন আবহাওয়া কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও তাপমাত্রা বাড়ায় তা প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables