Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-ম্যানচেষ্টার রুটে চলাচল শুরু ৫ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ৩ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ঢাকা-ম্যানচেষ্টার রুটে চলাচল শুরু ৫ জানুয়ারি

ঢাকা: আগামী ৫ জানুয়ারি ঢাকা-ম্যানচেষ্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ০০৭ চালু হবে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত থেকে এই ফ্লাইট উদ্বোধন করবেন।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চেয়ারম্যান বিমান পরিচালনা পর্যদ, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বিট্রিশ হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা। সপ্তাহে ৩ দিন- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশী বসবাস করেন। তাদের অনেক দিনের আকাংখা ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট চালুর। এটি বিমানের ১৭তম রুট।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables