Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

ঢাকায় আইসিসিআর দিবস উদযাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ১০ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

ঢাকায় আইসিসিআর দিবস উদযাপন

ছবি: ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন

ঢাকা: ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।‍ বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী ও বিশেষ আমন্ত্রিতসহ প্রায় ৫০০ অতিথি অনুষ্ঠানে অংশ নেন। কয়েকজন প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী তাঁদের ভারতে অধ্যয়নের অভিজ্ঞতা বর্ণনা করেন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন সুজিত মোস্তফা, শাহাদাত হোসেন নিপু, ওয়ার্দা রিহাব, মনিরা পারভীন, এগনেস র‌্যাচেল প্যারিস, মুনমুন আহমেদ, আনিসুল ইসলাম হিরু, তামান্না রেহমান প্রমুখ।