Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ আষাঢ় ১৪২৮, বুধবার ২৩ জুন ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ড. হারুন-অর-রশিদের নতুন বই ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’


০৯ জুন ২০২১ বুধবার, ০৩:৫৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ড. হারুন-অর-রশিদের নতুন বই ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের লেখা নতুন বই প্রকাশ হয়েছে। ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’ শীর্ষক বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

বইটি সম্পর্কে লেখক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক মহলের সকলে গুরু-শিষ্য হিসেবে জানেন। তবে দুজনের মধ্যে মিল যেমন ছিল, অমিলও ছিল প্রচুর। আর সে অমিল হচ্ছে দৃষ্টিভঙ্গির, আদর্শের ও কোনো কোনো ক্ষেত্রে মৌলিক প্রশ্নে। বঙ্গবন্ধু অনেক বিষয়ে তাঁর মতামত সোহরাওয়ার্দীর জীবদ্দশায়ই প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু অকুতোভয় ও স্পষ্টবাদী বলেই তা সম্ভব হয়। তবে এ কথা কিছুটা ঠিক যে, সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বঙ্গবন্ধুর পক্ষে তাঁর নিজস্ব পূর্ণ ভাবনা-চিন্তা নিয়ে এগিয়ে যাওয়া সহজতর হয়।’

ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু পিতৃজ্ঞানে দেখতেন। অন্যদিকে, ভিন্নতা বা মতভেদ থাকার পরও মৃত্যুর পূর্বদিন পর্যন্ত সোহ্রাওয়ার্দী বঙ্গবন্ধুকে পুত্রস্নেহে আগলে রেখেছেন। উভয়ের মধ্যে মতভিন্নতা থাকার পরও তা কখনো বিরোধ বা বিচ্ছেদে রূপ নেয়নি। তাদের পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক খুবই অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী।’

মুখবন্ধ, ৫টি অধ্যায় ও উপসংহার নিয়ে গ্রন্থটি পরিকল্পিত। এটি পাঠে পাঠকবর্গ উত্থাপিত বিষয়সমূহ সম্বন্ধে পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন বলে আশা করেন লেখক ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘আশা করা যায়, ‘সোহরাওয়ার্দী বনাম বঙ্গবন্ধু’ গ্রন্থটি সংশ্লিষ্ট বিষয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

ইতিহাস -এর সর্বশেষ