Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা :ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন মঙ্গলবার সকালে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে শাহবাগ থানা পুলিশকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।মামলায় বলা হয়, ভিপি নুর তার পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েছেন।

নুরের এসব কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনাম নষ্ট করেছে এবং তিনি ভিপি পদটিকে কলঙ্কিত করেছেন বলে অভিযোগে বলা হয়।সম্প্রতি নুরের ফোনালাপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সেখানে শোনা যায়, তিনি ভিপি পদের প্রভাব খাটিয়ে ১৩ কোটি টাকা গ্রহণ করেছেন।

এ ঘটনায় ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নুরের পদত্যাগ দাবি করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables