Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে পূজামন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ১৩ অক্টোবর ২০২১

প্রিন্ট:

গাজীপুরে পূজামন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী দিল ছাত্রলীগ

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দুর্গোৎসবের পূজা মণ্ডপে শুভেচ্ছা স্বরূপ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ কর্মী মোক্তাদির রহমান রাহাত আকন্দ সহ স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

দুর্গোৎসবের মহা সপ্তমী ও অষ্টমী নবমী দশমীতে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করিয়ে দেওয়া সহ মন্ডপের নিরাপত্তায় সেচ্ছাসেবী হিসাবে  কাজ করবে ছাত্রলীগ কর্মীরা।

গাজীপুর জেলা ছাত্রলীগ কর্মী মোক্তাদির রহমান  রাহাত আকন্দ বলেন, মণ্ডপ সংশ্লিষ্ট ও মণ্ডপ পরিদর্শনে আসা ভক্ত নারী পুরুষ, শিশুদের জন্য এসব সামগ্রী বিতরণ করা হয়।  করোনা মহামারির এ সময়ে করোনা প্রভাবমুক্ত তথা স্বাস্থ্য সুরক্ষায় পূজার শুভেচ্ছা স্বরূপ এ মাস্ক দেওয়া হয়েছে।

পুজা মন্ডপে আসা দর্শনার্থী ও মন্ডপ পরিচালনা কমিটির সদস্যরা জানান, করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষায় নজর রাখতে হচ্ছে। এ কাজে ছাত্রলীগ কর্মীরা এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables