Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

খালেদার মুক্তির সিদ্ধান্তে সরকারকে সেলিমা ইসলামের ধন্যবাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৪ মার্চ ২০২০

প্রিন্ট:

খালেদার মুক্তির সিদ্ধান্তে সরকারকে সেলিমা ইসলামের ধন্যবাদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। মঙ্গলবার খালেদা জিয়ার সাজা ছয়মাসের জন্য স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়ার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খালেদা জিয়ার বোন জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, গণমাধ্যম থেকে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খালেদা জিয়ার বয়স ও মানবিক বিবেচনায় সরকার তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত সাপেক্ষে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।