Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত: সোয়া ৬ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত: সোয়া ৬ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া ৬ ঘণ্টা পর আবারও দক্ষিণাঞ্চল খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে পাকশী বিভাগের ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনের সিগন্যাল পয়েন্টে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। এ সময় এই রুটে চলাচল করা চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। তবে দুর্ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ের পাকশী বিভাগীয় ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) সৌমিক শাওন কবির রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭১৬ নম্বর আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী-খুলনা রেলরুটের ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের ১নং লাইনে যাচ্ছিল। কিন্তু স্টেশনে প্রবেশের মুখে সিগন্যাল পয়েন্টে ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্র জানায়, পরে রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শে লাইনচ্যুত বগি দুটি দুর্ঘটনাস্থলে রেখেই ট্রেনটিকে নির্ধারিত স্টেশন খুলনায় প্রেরণ করা হয়। সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে ঈশ্বরদী লোকোসেড থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। প্রায় সোয়া ৬ ঘণ্টা প্রচেষ্টার পর রাত ১১টার ৪০ মিনিটে লাইনচ্যুত বগি দুটিকে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। এরপর আটকেপড়া রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনাটি সিগন্যালে দায়িত্ব পালনকারীর ভুলের কারণে হয়ে থাকতে পারে বলেও সূত্রটি ধারণা করছে।

রেলওয়ের পাকশী বিভাগীয় ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) সৌমিক শাওন কবির জানান, ঘটনাটি তদন্তের জন্য পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহবায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।