Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ জ্যৈষ্ঠ ১৪২৭, সোমবার ২৫ মে ২০২০, ৩:৫৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘প্রাণিবন্ধু’ আবদুর রউফ-কে নিবেদিত

কে বলে নেই সে কাছে


২৮ জুন ২০১৯ শুক্রবার, ০২:১৮  এএম

ড. জয়ন্ত চৌধুরী

বহুমাত্রিক.কম


কে বলে নেই সে কাছে

-‘প্রাণিবন্ধু’ কর্পোরাল মোঃ আবদুর রউফ (১৯৭৯-২০১৮)

কর্তব্যের কোন এক নব আহ্বানে
যন্ত্রণার অবসানে, জীর্ন দেহ রেখে
অমৃতলোকের পানে
মধ্যরাতে ভাসিয়েছ তরী
দিয়ে গেলে একবুক স্মৃতি।

আশরাফুলের অশ্রু সাক্ষী মেনে
ওপারের প্রান্তে বসে
সেদিন শুনেছি সে বিউগলের
বিদায়ের সকরুণ সুর।।

যুগে যুগে যে ভূমিতে
ভালবাসার অশেষ শক্তিতে
অগ্রজ-অনুজের অক্ষয় বন্ধন
রাজধর্ম-রাজকর্ম ইতিহাসের কত না ক্রন্দন।

কে বলে নেই সে কাছে
চিরঘুমে শুয়ে আছে
আপন মাটির কোলে
স্বজনের হৃদয় আলোকে।।

কলকাতা, ১৯ আগস্ট ২০১৮

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।