Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘প্রাণিবন্ধু’ আবদুর রউফ-কে নিবেদিত

কে বলে নেই সে কাছে

ড. জয়ন্ত চৌধুরী

প্রকাশিত: ০২:১৮, ২৮ জুন ২০১৯

প্রিন্ট:

কে বলে নেই সে কাছে

-‘প্রাণিবন্ধু’ কর্পোরাল মোঃ আবদুর রউফ (১৯৭৯-২০১৮)

কর্তব্যের কোন এক নব আহ্বানে
যন্ত্রণার অবসানে, জীর্ন দেহ রেখে
অমৃতলোকের পানে
মধ্যরাতে ভাসিয়েছ তরী
দিয়ে গেলে একবুক স্মৃতি।

আশরাফুলের অশ্রু সাক্ষী মেনে
ওপারের প্রান্তে বসে
সেদিন শুনেছি সে বিউগলের
বিদায়ের সকরুণ সুর।।

যুগে যুগে যে ভূমিতে
ভালবাসার অশেষ শক্তিতে
অগ্রজ-অনুজের অক্ষয় বন্ধন
রাজধর্ম-রাজকর্ম ইতিহাসের কত না ক্রন্দন।

কে বলে নেই সে কাছে
চিরঘুমে শুয়ে আছে
আপন মাটির কোলে
স্বজনের হৃদয় আলোকে।।

কলকাতা, ১৯ আগস্ট ২০১৮

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables