Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

করোনায় হাঙ্গেরিতে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৬ মার্চ ২০২০

প্রিন্ট:

করোনায় হাঙ্গেরিতে ব্রিটিশ কূটনীতিকের মৃত্যু

ঢাকা : নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রিটিশ কূটনীতিক স্টিভেন ডিক। স্টিভেন ডিক হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ব্রিটিশ দূতাবাসের উপরাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে গতকাল বুধবার জানায়, করোনায় আক্রান্ত ৩৭ বছর বয়সী ডিক গত মঙ্গলবার মারা যান।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাব বলেন, ‘স্টিভেন ছিলেন এক নিবেদিতপ্রাণ কূটনীতিক। দারুণ দক্ষতা ও আবেগ নিয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করে গেছেন তিনি। তাঁর পরিচিত জন ও সহকর্মী সবাই তাঁকে মনে রাখবে।’

স্টিভেন ডিক সম্প্রতি মেক্সিকোতে ছুটি কাটিয়ে বুদাপেস্টে ফেরেন। গত সপ্তাহে এক হোয়াটসঅ্যাপ বার্তায় ডিক জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সঙ্গ-নিরোধে যান। তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা ভালো হলেও সঙ্গ-নিরোধে থাকতে একঘেয়েমি লাগছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, সম্প্রতি বুদাপেস্টের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন স্টিভেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। স্টিভেন ডিক অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন কি না, তা জানা যায়নি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables