Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩০ ১৪৩২, বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী আফসানা মিমি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী আফসানা মিমি

নাটকের জনপ্রিয় মুখ ও গুণী অভিনেত্রী আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সপ্তাহে কোভিড টেস্টে ফল পজিটিভ আসে। এর পর তিনি ঘরেই ছিলেন। ঠাণ্ড-কাশি কমছিল না। এমতাবস্থায় আজ এই অভিনেত্রীকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে।

আফসানার মিমির সহকর্মী নজরুল সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল সপ্তাহে করোনা ধরা পড়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন মিমি। ঠাণ্ডা-কাশি না কমায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables