Bahumatrik :: বহুমাত্রিক
 
২ জ্যৈষ্ঠ ১৪২৮, রবিবার ১৬ মে ২০২১, ৬:৪৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী আফসানা মিমি


০১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, ০৪:৩৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী আফসানা মিমি

নাটকের জনপ্রিয় মুখ ও গুণী অভিনেত্রী আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সপ্তাহে কোভিড টেস্টে ফল পজিটিভ আসে। এর পর তিনি ঘরেই ছিলেন। ঠাণ্ড-কাশি কমছিল না। এমতাবস্থায় আজ এই অভিনেত্রীকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে।

আফসানার মিমির সহকর্মী নজরুল সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল সপ্তাহে করোনা ধরা পড়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন মিমি। ঠাণ্ডা-কাশি না কমায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।