Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

করোনায় আক্রান্ত আকরাম খান, হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১৫ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনায় আক্রান্ত আকরাম খান, হাসপাতালে ভর্তি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম জানান, ‘ওর খুব বেশি জটিলতা নেই।দুদিন ধরে একটু কাশি হচ্ছে। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া করবেন।’

১০ এপ্রিল আকরাম খানের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সংবাদমাধ্যমকে সেদিন তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন আকরাম।

 

Walton
Walton