Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:৫১ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমাও চলে গেলেন


২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার, ০২:১২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমাও চলে গেলেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষের প্রয়াণের আট দিনের মাথায় চলে গেলেন তার স্ত্রী প্রতিমা ঘোষও। তিনি গত কিছুদিন হোম আইসোলেশনে ছিলেন।

কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল মারা যান। তিনিও মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবির প্রয়াণের ঠিক আট দিন পর কবির স্ত্রী প্রতিমা ঘোষের জীবনাবসান হলো।

জানা গেছে, শঙ্খ ঘোষ যখন করোনায় আক্রান্ত হন, তখনই তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়ে প্রতিমা ঘোষ হোম আইসোলেশনেই ছিলেন। কবির স্ত্রীরও বয়স হয়েছিল ৮৯ বছর। 

উত্তর বঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা ঘোষের জন্ম। শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী একসঙ্গে পড়তেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখানেই তাদের পরিচয় হয়। 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।