Bahumatrik :: বহুমাত্রিক
 
২২ অগ্রাহায়ণ ১৪২৬, শনিবার ০৭ ডিসেম্বর ২০১৯, ৩:৩৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কবি রবিউলের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক


২৬ নভেম্বর ২০১৯ মঙ্গলবার, ১১:৫৯  এএম

বহুমাত্রিক ডেস্ক


কবি রবিউলের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।মঙ্গলবার এক শোকবার্তা প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে কবি রবিউল হুসাইনের মৃত্যু বাংলাদেশের সাহিত্য জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।সংস্কৃতি প্রতিমন্ত্রী কবি রবিউল হুসাইনের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল হুসাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তার শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। এজন্য তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

শিল্প-সংস্কৃতি -এর সর্বশেষ